সিলেট বিভাগে আরও ২০৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুন ২৩, ২০২০
০৭:১৩ অপরাহ্ন


আপডেট : জুন ২৩, ২০২০
০৭:১৩ অপরাহ্ন



সিলেট বিভাগে আরও ২০৪ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২০৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৭৯ জন, সুনামগঞ্জ জেলায় ৫১ জন, হবিগঞ্জ জেলায় ৫১ জন এবং মৌলভীবাজার জেলায় ২৩ জন রয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব এবং ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

সোমবার সিলেট জেলায় ৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। 

পরীক্ষায় ৭৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তরা সিলেট জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন তিনি।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ৬৩ জন, জৈন্তাপুরে ২ জন, গোয়াইনঘাটে ৫ জন, ওসমানীনগরে ৪ জন, বালাগঞ্জে ২ জন, জকিগঞ্জে ১ জন, গোলাপগঞ্জ উপজেলায় ১ জন এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ১ জন রয়েছেন।

মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৮শ ৭৭ জন। নতুন আরও ৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় এসংখ্যা এখন দাঁড়াল ১ হাজার ৯শ ৫৬ জনে। এ পর্যন্ত সিলেট জেলায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। সুস্থ হয়েছেন ২৬০ জন।

এছাড়া একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে মঙ্গলবার ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

মঙ্গলবার সকাল পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮২৩ জন। নতুন আরও ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন দাঁড়াল ৮৭৪ জনে। মঙ্গলবার সকাল পর্যন্ত সুনামগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে পাঁচজনের। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ২২৪ জন।

হবিগঞ্জে মঙ্গলবার (২৩ জুন) আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মখলিছুর রহমান উজ্জ্বল। 

তিনি বলেন, 'মঙ্গলবার জেলায় আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে।' 

আক্রান্তদের মধ্যে মাধবপুরের ১৪ জন, সদর উপজেলার ১৩ জন, চুনারুঘাটের ১০ জন, নবীগঞ্জের ৯ জন, লাখাইয়ের ২ জন, আজমিরীগঞ্জের ২ জন ও বানিয়াচংয়ের ১ জন।

আজ সোমবার সকাল পর্যন্ত হবিগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৭২ জন। নতুন আরও ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় হবিগঞ্জে এ সংখ্যা এখন দাঁড়াল ৪৬৩ জনে। মঙ্গলবার সকাল পর্যন্ত হবিগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে পাঁচজনের আর সুস্থ হয়েছেন ১৭২ জন।

এদিকে, মৌলভীবাজার জেলায় নতুন করে আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সিলেট মিররকে তথ্যটি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. তওহীদ আহমেদ।

তিনি জানান ঢাকা থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফলে তাদের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ৩ জন, বড়লেখায় ৪ জন, কমলগঞ্জে ১ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ১১ জন ।

এ নিয়ে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৫ জনে। যাদের মধ্যে মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১৩১ জন।

মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৪শ ৪৪ জন। রাতে ২০৪ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ৩ হাজার ৬শ ৪৮ জন।

বিএ-০১