ওসমানীনগরে ভূমি বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষে উত্তেজনা

ওসমানীনগর প্রতিনিধি


জুন ২৩, ২০২০
০৭:১৮ অপরাহ্ন


আপডেট : জুন ২৩, ২০২০
০৭:১৮ অপরাহ্ন



ওসমানীনগরে ভূমি বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষে উত্তেজনা

ওসমানীনগরে ভূমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। এ বিষয়ে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জানা যায়, গত ২১ জুন (রবিবার) বিকাল ৫ টার দিকে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির গলমুকাপন গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের স্ত্রী আজিজুন নেছার ১০৬৮ নং খতিয়ানের ৭২২ নং দাগের খরিদা ভূমির উপর দিয়ে গরু যাতায়াতকে কেন্দ্র করে পাশের বাড়ির মশাহিদ মিয়া গংদের সাথে ভূমির মালিক আজিজুন নেছার বাড়ির কাজের লোকের কথাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এ সময় মশাহিদ মিয়া গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উল্লেখিত ভূমির মালিক আজিজুন নেছার কাজের লোকের উপর হামলার প্রস্তুতি নেন। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে বিষয়টি শান্ত করার চেষ্টা করেন। এসময় দু পক্ষের  লোকদের উত্তেজনার মধ্যে ওই ভূমির উপর থাকা আজিজুন নেছার ছেলে হাসান আহমদের ফার্মের একটি গরু হারিয়ে যায়। এ বিষয়ে রবিবার রাতে হাসান আহমদ বাদি হয়ে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন।

হাসান আহমদ বলেন, আমার খরিদা ভূমিতে একটি খামার করেছি। খামারের গরু চলাচলে প্রতিপক্ষ মশাহিদ মিয়া গং এর লোকজন আমার কাজের লোককে বাধা প্রদান করেন। আমরা বিষয়টি জানতে চাইলে তারা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলার পাঁয়তারা করে। এরমধ্যে বিকেলে লক্ষাধিক টাকা মূল্যের আমার একটি গরু হারিয়ে যায়। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

মশাহিদ মিয়ার ছেলে ময়নুল ইসলাম মশকুর বলেন, হাসান আহমদের সঙ্গে আমাদের মৌরশী সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। ২০১৭ এবং ২০১৮ সালে তিনি আমাদের বাড়ির পাশে একটি ভূমি ক্রয় করেন। তিনি ভূমি ক্রয় করার আগ থেকেই এ ভূমির পাশ দিয়ে আমাদের বাড়ির রাস্তা রয়েছে। একই রাস্তা দিয়ে হাসান আহমদের খামারের গরু চলাচল করে। রাস্তা কাঁচা হওয়ায় বৃষ্টিতে কাদা হয়ে যায় তাই আমরা গরু চলাচলে নিষেধ করি। এতে তারা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করার চেষ্টা করেন। তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব জানান, তারা দু’পক্ষই একই গোষ্টির লোক। বিগত প্রায় বিশ বছর ধরে তাদের মধ্যে জমিজমা ও রাস্তা নিয়ে বিরোধ রয়েছে। স্থানীয় পর্যায়ে উপজেলার বড় বড় সালিশানদের নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে, কোন সমাধান হয়নি। ইদানিং আবার সমস্যা শুরু হয়েছে শুনেছি।

ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্ত্তী বলেন, গলমুকাপনে দু’টি পক্ষের মধ্যে রাস্তায় গরু চলাচল নিয়ে উত্তেজনা হয়। এক পক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে বর্তমান কোভিড ১৯ পরিস্থিতি বিবেচনা করে উভয় পক্ষকে শান্ত থাকার কথা বলে এসেছি। ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি/বিএ-০৩