নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২০
০৭:৪৯ অপরাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২০
০৮:২৮ অপরাহ্ন
ব্যতিক্রমী আয়োজনে সিলেটে দলের ৭১তম প্রতিষ্ঠাবাষির্কী পালন করল সিলেট জেলা আওয়ামী লীগ। করোনাকালে মঙ্গলবার (২৩ জুন) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ভার্চুয়াল মাধ্যমে আয়োজন করা হয় দলের পক্ষ থেকে। আলোচনা সভায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ।
সভায় বক্তারা বলেন, ‘অনেক ঘাত-প্রতিঘাত অতিক্রম করেও বাংলাদেশ আওয়ামী লীগ কখনও নীতি-আদর্শ থেকে বিচ্যুৎ হয়নি। গণমানুষের অধিকার আদায় ও জনগণের কল্যাণেই বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় কার্যক্রম পরিচালনা করেছে এবং সে ধারা অব্যাহত থাকবে।’
বাংলাদেশ আওয়ামীলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। তারই নেতৃত্বে এই করোনা মহামারিকেও অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে বলে এসময় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহ ফরিদ আহমদ, ড. আহমেদ আল কবির, অ্যাডভোকেট নিজাম উদ্দিন পিপি, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ড. তৌফিকুর রহমান চৌধুরী, হুমায়ুন ইসলাম কামাল, অ্যাডভোকেট শাহ মোশাইদ আলী, সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, কবির উদ্দিন আহমদ, রনজিত সরকার, ফারুক আহমদ, এমাদ উদ্দিন মানিক, ইসতিয়াক আহমদ চৌধুরী, জগলু চৌধুরী, শামসুন্নার মিনু, আজমল আলী, আখলাকুর রহমান সেলিম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামমুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, মহিলা আওয়ামীলীগের সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক সালমা সুলতানা, জেলা স্বেচ্ছা-সেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, জেলা তাঁতীলীগের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব সুজন দেবনাথ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়া আলম সামাদ, সাবেক সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীসহ নেতৃবৃন্দ।
এনসি/এএফ-০১