নগরের কালিবাড়ি থেকে মামলার আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


জুন ২৪, ২০২০
০৭:২৭ অপরাহ্ন


আপডেট : জুন ২৪, ২০২০
০৭:২৭ অপরাহ্ন



নগরের কালিবাড়ি থেকে মামলার আসামী গ্রেপ্তার

সিলেট নগরের কালিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এক মামলার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (২২ জুন) সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার পুলিশ সদস্যরা তাকে আটক করেন। 

গ্রেপ্তার হওয়া আসামীর নাম আব্দুল নূর প্রকাশ ওরফে নূর মিয়া (৪০)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় মামলা (মামলা নম্বর-২২) রয়েছে। 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা তথ্যটি নিশ্চিত করে বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে অনেক তথ্য জানা গেছে। একই মামলায় হাজতে থাকা জয়নাল ও শাকিবুল মিয়া এবং মো. আবুল প্রকাশ জামাল তার ঘনিষ্ঠ সহযোগী বলে সে জানায়। 

মামলার তদন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

দক্ষিণ সুরমা থানার সহকারী কমিশনার মো. ইসমাইলের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক শিপলু চৌধুরী, রিপন দাস, সহকারী উপ পরিদর্শক আপন মিয়া ও নাজির হোসাইন। 

 

আরসি-০১