ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
জুন ২৪, ২০২০
০৮:০৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৪, ২০২০
০৮:০৪ পূর্বাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব কার্যালয়সহ অন্যান্য ব্যবসায়ীদের ৫০ হাজার টাকা ভাড়া মওকুফ করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম (এ আর চৌধুরী সেলিম)। বৈশ্বিক মহামারী করোনার এই দুঃসময়ে ব্যবসায়ীদের সার্বিক ক্ষতি বিবেচনায় তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৩ জুন) মোবাইলে প্রত্যেক ব্যবসায়ীদের এ বিষয়টি জানিয়েছেন এ আর চৌধুরী সেলিম।
সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজারের প্রাচীনতম মার্কেট ইউসুফ আলী সুপার মার্কেটে অবস্থিত ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব কার্যালয়সহ দোকান কোটা ও বাজারের দোকান কোটা নিয়ে মোট ১৮ টি দোকান কোটা ও অফিসের গেল এপ্রিল মাসের ভাড়া মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি।
এ ব্যাপারে রাজনীতিবিদ ও সমাজসেবক এ আর চৌধুরী সেলিম জানান, প্রাণঘাতী করোনার এই দুঃসময়ে আমার ভাড়া গ্রহীতাদের ১ মাসের ভাড়া মওকুফ করতে পেরে পরম শান্তি পাচ্ছি। সাধ্য থাকলে আরো সহযোগিতা করতে পারতাম। সেলিম আরো জানান, গেল ঈদে করোনা সংক্রমণরোধে ফেঞ্চুগঞ্জ বাজার লকডাউন থাকায় ব্যবসায়ীদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেওয়া কারো পক্ষে সম্ভব নয়, তবে ফেঞ্চুগঞ্জের দোকান মালিক ও আবাসিক ভবনের মালিকদেরকে বৈশ্বিক এই মহামারীতে মানবিক দিক বিবেচনায় এভাবে এগিয়ে আসার আহবান জানান রাজনীতিবিদ আখলাকুর রহমান চৌধুরী সেলিম।
এই কঠিন সময়ে ভাড়া মওকুফ করাকে মানবিক ও মহৎ উদ্যোগ জানালেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা। ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে এ আর চৌধুরী সেলিমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ভাড়া গ্রহীতা ও বিশিষ্ট ব্যবসায়ী রবীন্দ্র কুমার দাস ও রেস্টুরেন্ট ব্যবসায়ী মিনু মিয়া ১ মাসের ভাড়া মওকুফের জন্য রাজনীতিবিদ এ আর চৌধুরী সেলিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। ৩ মাসের ভাড়া আটকে আছে, এই বিপদের সময় ১ মাসের ভাড়া ছাড় পেয়ে খুশি রেস্টুরেন্টে ব্যবসায়ী মিনু মিয়াও।
জেসি/বিএ-১৫