বিশ্বনাথ প্রতিনিধি
জুন ২৪, ২০২০
১২:১৫ অপরাহ্ন
আপডেট : জুন ২৪, ২০২০
১২:১৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সার্বিক সহযোগিতায় মুজিববর্ষ ও বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার দুপুরে বিশ্বনাথের উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজে ফলজ, ভেষজ, বনজ বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পুর নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঢাবির মহসিন হল ছাত্রলীগের সহ-সম্পাদক মুজাহিদুল ইসলাম হিমেল, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান আহমদ রাব্বানী, সাংগঠনিক সম্পাদক রাজন মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম নাহিদ, সবুজ মালাকার, মাহবুবুর রহমান রুবেল, মারুফ আহমদ, মিজানুর রহমান, বিশ্বজিৎ, স্বদেব, কাওছার আহমদ প্রমুখ।
এ সময় ছাত্রনেতা পার্থ সারথি দাশ পাপ্পু বলেন, জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ইতোপূর্বে আমরা করোনা মহামারি মোকাবেলায় মাস্ক, স্যানিটাইজার, লিফলেট বিতরণ, কয়েক দফায় ত্রাণসামগ্রী বিতরণ ও শ্রমিক সংকটে থাকা অসহায় কৃষকের ধান কেটে কৃষকের ঘরে ফসল তুলে দিয়েছি। আমাদের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা যে সময় যে নির্দেশ দেবেন সেটা আমাদের জন্য শিরোধার্য। তাই আজ আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছি। দেশের যেকোনো দুর্যোগে আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থাকব।
এমএ/আরআর-০৫