পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দক্ষিণ সুরমার ইবরাহীম আলী

সিলেট মিরর ডেস্ক


জুন ২৪, ২০২০
১২:৩৭ অপরাহ্ন


আপডেট : জুন ২৪, ২০২০
০১:৪৮ অপরাহ্ন



পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দক্ষিণ সুরমার ইবরাহীম আলী

দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের চর মোহাম্মদপুর গ্রামে পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক ইবরাহীম আলী খাঁন। 

আজ বুধবার (২৪ জুন) দুপুরে দক্ষিণ সুরমা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

লিখিত বক্তব্যে ইবরাহীম আলী জানান, তিনি শহরে থাকেন। গ্রামের বাড়িতে তার যৌথ পরিবারের মধ্যে দুজন ভাতিজা প্রবাসে থাকেন। তাদের সম্পত্তিও তিনি দেখাশোনা করেন। 

গত বছরের মার্চ থেকে মোহাম্মদপুর মৌজার এস.এ খতিয়ান নম্বর ২০৪, দাগ নম্বর ৫৪৮, বি.এস খতিয়ান নং ১০৮, জে.এল ৪৭ এর দক্ষিণে ৫৫৪ দাগে বসবাসকারী মৃত আফতাব আলী খানের ছেলে ফয়সল আহমদ খান, মোস্তাক আহমদ খানের ছেলে মঞ্জুর আহমদ খাঁন, তাদের সম্পত্তি গ্রাস করার চেষ্টা করে যাচ্ছে। যা তাদের নামে রেকর্ডীয় ও দখলীয়। তাদের ঘরের পূর্বে খালি ভিটায় প্রতিপক্ষ ঘর নির্মাণের চেষ্টা করলে ইবরাহীম আলী খাঁন আদালতে মামলা দায়ের করেন। যার নম্বর ১৭/১৯। আদালত মোগলাবাজার থানাকে শান্তি রক্ষার নির্দেশ দিলে থানা পুলিশ স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। 

এছাড়াও ফয়সলের বিরুদ্ধে একটি ফৌজদারী মামলা দায়ের করলে আদালত মঞ্জুর আহমদ খাঁনকে এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। দুইমাস কারাভোগের পর মঞ্জু জামিনে মুক্তি পান। 

লিখিত বক্তব্যে তিনি জানান, করোনা ভাইরাসজনিত কারণে বাড়িতে যাতায়াত না করার সুযোগে ফয়সল, মঞ্জু গং আবারও বিরোধপূর্ণ জায়গায় ঘর নির্মাণের কাজ শুরু করে। এ ব্যাপারে মোগলাবাজার থানায় গত ১২ মে একটি অভিযোগ দায়ের করেন তিনি। যার নম্বর ৫৯২। 

তিনি আরও জানান, থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। পুলিশের নির্দেশ উপেক্ষা করে প্রতিপক্ষ ঘর নির্মাণের কাজ অব্যাহত রেখেছে। ফয়সল, মঞ্জু গং ৪৬ বছর পূর্বে নির্মিত দালান ঘরের উঠানে ও এজমাল পুকুরঘাটে ইবরাহীম আলী খানদের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তিনি বাড়িতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের যে কোনো ধরণের ক্ষতি করবে বলে প্রচার করছে প্রতিপক্ষ। 

এমতাবস্থায় ইবরাহীম আলী খাঁন তার পৈতৃক সম্পত্তি রক্ষা ও নিজ জীবনের নিরাপত্তা বিধানে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাকারিয়া আহমদ খান, কামাল আহমদ খান, হিরন আলী খান প্রমুখ।

আরসি-০৮