গোয়াইনঘাটে করোনায় আক্রান্তের সংখ্যা অর্ধশত ছাড়াল

গোয়াইনঘাট প্রতিনিধি


জুন ২৪, ২০২০
০১:২৯ অপরাহ্ন


আপডেট : জুন ২৪, ২০২০
০১:২৯ অপরাহ্ন



গোয়াইনঘাটে করোনায় আক্রান্তের সংখ্যা অর্ধশত ছাড়াল

সারাদেশের মতো সিলেটের গোয়াইনঘাটেও করোনা রোগীর সংখ্যা ক্রমে বেড়ে চলেছে। প্রাণঘাতী এ ভাইরাস সংক্রমিত হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ, চিকিৎসকসহ সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যেও।

মঙ্গলবার (২৩ জুন) নতুন করে গোয়াইনঘাটের আরও ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, নার্স ও ক্লিনার।

এ নিয়ে গোয়াইনঘাটে ৩৯৭ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হলো বলে জানিয়েছেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব।

ইউএনও মো. নাজমুস সাকিব বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে বিভিন্ন ধরণের কার্যক্রম চালানো হচ্ছে। করোনাভাইরাস মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

 

এমএম/আরআর-১২