নিজস্ব প্রতিবেদক
জুন ২৪, ২০২০
০১:৫১ অপরাহ্ন
আপডেট : জুন ২৪, ২০২০
০১:৫৬ অপরাহ্ন
সিলেটের মোগলাবাজার এলাকায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হত্যা মামালার তিন আসামিকে গ্রেপ্তার দেখিয়েছে মোগলাবাজার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো সাইদুর রহমান প্রকাশ ছয়দুর রহমান (৪৫), আজিজুর রহমান (৩৩), রাজু মিয়া (২৭)। তাঁদেরকে আজ আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসাইন সিলেট মিররকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় নিহত চেরাগ আলীর ছোট ভাই মেহরাব আলী বাদী হয়ে মামলা (মামলা নম্বর-১৬) দায়ের করেন। মামলায় বিবাদী সাইদুর রহমান প্রকাশ ছয়দুর রহমানসহ ২৫ জনের নাম উল্লেখ করেন। এছাড়া অজ্ঞাত আরও ৭০ থেকে ৭৫ জনের নাম উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২৩ জুন) মোগলাবাজারে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে একজন নিহত হন। পরে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১১ জনকে আটক করে। রাতে মামলা দায়ের হলে ৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
বাকিদের বিষয়ে জানতে চাইলে আখতার হোসাইন বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ১১ জন উভয় পক্ষের। যাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তাদেরকেই গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
আরসি-১০