জকিগঞ্জ প্রতিনিধি
জুন ২৫, ২০২০
০২:২৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২০
০২:২৯ পূর্বাহ্ন
করোনা মহামারীতে বেকার হয়ে পড়া শতাধিক লোকের মধ্যে জকিগঞ্জের কালীগঞ্জ নূর শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ২টায় কালীগঞ্জ বাজারস্থ সমিতির কার্যালয়ে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হয়।
সংক্ষিপ্ত অনুষ্ঠানে মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মালেক আহমদের সভাপতিত্বে ও সংবাদকর্মী মেহেদী হেলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিলন চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন, জেলা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাবেল মো. রেজা, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সাকেল, জকিগঞ্জ আই টিভির বার্তা সম্পাদক ওমর ফারুক, জকিগঞ্জ ডাকের তারেক আহমদ প্রমুখ।
করোনা মহামারিতে বেকার হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য অতিথিবৃন্দ নূর শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সদস্যবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে সমিতির সফলতা কামনা করেন।
অএফ/এনপি-১৩