ওসমানীনগর প্রতিনিধি
জুন ২৪, ২০২০
০২:৩৮ অপরাহ্ন
আপডেট : জুন ২৪, ২০২০
০২:৩৮ অপরাহ্ন
ওসমানীনগরে গলায় ফাঁস দেওয়া এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৪ জুন) বেলা ২টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের দুলিয়ার বন্দ এলাকায় ঘটনাটি ঘটে। রিমা আক্তার ফাতেমা (২২) নামের ওই নারী আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।
রিমা আক্তার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দিঘিরপাড় মাধবপাশা গ্রামের সুহেল মিয়ার স্ত্রী। তারা উপজেলার তাজপুর ইউনিয়নের দুলিয়ারবন্দ এলাকার রফিক মিয়া চৌধুরীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, বুধবার ফাতেমা সকলের অজান্তে নিজের ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ এসে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় ফাতেমাকে দেখতে পায় এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসমানীনগর অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ মোবারক জানান, খবর পেয়ে সুরতহাল রিপোর্ট শেষে নিহত ফাতেমার লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ইউডি/এনপি-১৪