বিয়ানীবাজার প্রতিনিধি
জুন ২৪, ২০২০
০৩:৪১ অপরাহ্ন
আপডেট : জুন ২৪, ২০২০
০৩:৪২ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজারের চারখাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। বৃদ্ধ মহিলার নাম রেজিয়া খানম। তিনি গত মঙ্গলবার দিবাগত রাত ৩টায় সিলেট নগরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
আজ বুধবার (২৪ জুন) সকালে তাকে চারখাই ইউনিয়নের আদিনাবাদ গ্রামে দাফন করেছেন রোগীর আত্মীয়-স্বজনরা। তবে গোপনে ওই নারীকে দাফন করার ঘটনায় তোলপাড় চলছে।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১১ জুন বৃহস্পতিবার রেজিয়া খানম করোনার উপসর্গ নিয়ে সিলেট নগরের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। সেখানে নমুনা দিয়ে তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয় এবং চিকিৎসা চলে। রোগীর বাড়ি বিয়ানীবাজার হলেও হাসপাতালে তার ঠিকানা উপশহর দেওয়া হয়। এ কারণে বিয়ানীবাজারে রিপোর্টে আসেনি।
এদিকে, গতকাল মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় রেজিয়া খানম ইন্তেকাল করেন। আজ বুধবার সকালে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসার পর আনুমানিক ১১টায় রোগীর স্বজনরাই জানাজা ও দাফন সম্পন্ন করেন।
এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন কিংবা স্বাস্থ্য বিভাগকে স্থানীয় কোনো সচেতন ব্যক্তি কিংবা জনপ্রতিনিধি অবগত করেনি বলে জানিয়েছেন টিএইচও ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী।
এসএ/এনপি-২০