খাদিমপাড়া হাসপাতালে শনিবার থেকে করোনা চিকিৎসা শুরু

সিলেট মিরর ডেস্ক


জুন ২৪, ২০২০
০৩:৫৯ অপরাহ্ন


আপডেট : জুন ২৪, ২০২০
০৩:৫৯ অপরাহ্ন



খাদিমপাড়া হাসপাতালে শনিবার থেকে করোনা চিকিৎসা শুরু

 

সিলেট শহরতলীর খাদিমপাড়ার ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে আগামী শনিবার (২৭ জুন) করোনা চিকিৎসা কার্যক্রম শুরু হচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত এবং করোনা উপসর্গ যাদের আছে তাদের এখানে চিকিৎসা দেওয়া হবে। এর জন্য আনুষাঙ্গিক চিকিৎসা সরঞ্জাম এরই মধ্যে হাসপাতালে পৌছানো হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে প্রয়োজনীয় জনবলও।

সিলেট কিডনি ফাউন্ডেশনের মহাসচিব কর্নেল (অব.) আবদুস সালাম বীরপ্রতীক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রশাসনের তত্ত্বাবধানে হাসপাতালটিকে কোভিড আইসোলেশন সেন্টার হিসেবে রূপ দিতে সহায়তা করছে সিলেট কিডনি ফাউন্ডেশন। করোনা আক্রান্তদের সেবা প্রদানে নিয়োগ দেওয়া হয়েছে নার্স ও স্বেচ্ছাসেবীদের।  

কর্নেল (অব.) আবদুস সালাম বীরপ্রতীক বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ও সন্দিগ্ধদের সেবা দিতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি জানান, ফাউন্ডেশনের সভাপতি সিলেট কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির  মেডিসিন ও নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ও ফিলাডেলফিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটির অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমদের তত্ত্বাবধানে দেশ বিদেশের চিকিৎসকরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাসপাতালে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করবেন। আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য ইতোমধ্যে বড় অংকের একটি তহবিলও গঠন করেছে কিডনি ফাউন্ডেশন। 

সিলেটে বর্তমানে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকেই শুধু করোনাভাইরাসে আক্রান্ত ও সন্দিগ্ধদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। কিন্ত পরিস্থিতি পর্যালোচনায় রোগী বৃদ্ধির আশঙ্কা থেকে বিকল্প ভাবতে থাকে সিলেটের প্রশাসন। এক্ষেত্রে আর্থিক সহায়তায় এগিয়ে আসে সিলেট কিডনি ফাউন্ডেশন।

 

এএফ/০৮