নিজস্ব প্রতিবেদক
জুন ২৪, ২০২০
০৪:৫৩ অপরাহ্ন
আপডেট : জুন ২৪, ২০২০
০৬:১৩ অপরাহ্ন
সিলেট জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বুধবার (২৪ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, প্রকৌশলী র্যাব ও পুলিশ সদস্যও আছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ২২ জনে দাঁড়ালো।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ৬৩ জন রয়েছেন। এছাড়া বিশ্বনাথে ৫ জন, কানাইঘাটে ২ জন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের একজন করে রয়েছেন। বাকি ৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৭৪ জনের। এরমধ্যে সুনামগঞ্জের ৮৯৬ জন, হবিগঞ্জের ৪৯২ জন ও মৌলভীবাজারের ৩৬৪ জন রয়েছেন।
আজ সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৬ জনের। সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ৬০ জনের। এ পর্যন্ত সিলেট জেলায় সুস্থ হয়েছেন ২৭১ জন। সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৮১৪ জন। সিলেট জেলায় ৯১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
প্রসঙ্গত, সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয় গত ৫ এপ্রিল। প্রথম মৃত্যু হয় ১৫ এপ্রিল।
এনসি/এনপি-২৬