দেশে করোনা আক্রান্তের সংখ্যায় সিলেটের অবস্থান অষ্টম

নিজস্ব প্রতিবেদক


জুন ২৪, ২০২০
০৫:১৩ অপরাহ্ন


আপডেট : জুন ২৪, ২০২০
০৫:১৩ অপরাহ্ন



দেশে করোনা আক্রান্তের সংখ্যায় সিলেটের অবস্থান অষ্টম

সিলেটে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজ বুধবার (২৪ জুন) সকাল পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৯৪৪। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) আজকের পরিসংখ্যান মতে করোনা আক্রান্ত রোগী শনাক্তে দেশের ৬৪টি জেলার মধ্যে সিলেটের অবস্থান অষ্টম। আর সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে চট্রগ্রাম জেলায়।

পরিসংখ্যান অনুযায়ী চট্রগ্রাম জেলায় শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৮০ জন। এর পরে আছে নায়ারণগঞ্জে জেলা। সেখানে আক্রান্ত ৪ হাজার ৭৬৭ জন, গাজীপুর জেলায় আক্রান্ত ৩ হাজার ১৪ জন, কুমিল্লা জেলায় আক্রান্ত ২ হাজর ৮৭৩ জন, পঞ্চম অবস্থানে ঢাকা জেলায় আক্রান্ত ২ হাজার ৮৩১ জন, বগুড়া জেলায় আক্রান্ত ২ হাজার ৩৩০, কক্সবাজার জেলায় আক্রান্ত ২ হাজার ৪৭ জন। আর অষ্টম অবস্থানে থাকা সিলেটে আক্রান্ত ১ হাজার ৯৪৪ জন। 

সিলেটে গত ৫ এপ্রিল প্রথম রোগী হিসেবে শনাক্ত হন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। প্রথম দিকে সিলেটে করোনা সংক্রমণ কম থাকলেও গত ঈদের পর থেকেই বাড়তে থাকে এই সংখ্যা। তারসঙ্গে বাড়ছে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও। এদিকে পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে কম আক্রান্ত হয়েছে খুলনা বিভাগের মেহেরপুর জেলায়। সেখানে আক্রান্ত হয়েছেন ৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে আজ বুধবার সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্ত ২৭১ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৪৬ জন। এছাড়া সুনামগঞ্জে আক্রান্ত ৮৬৮ জন, সুস্থ ২৩০ জন এবং মৃত্যু হয়েছে পাঁচজনের। হবিগঞ্জে আক্রান্ত ৪৬৪, সুস্থ ১৮২ এবং মৃত্যু হয়েছে পাঁচজনের। মৌলভীবাজারে আক্রান্ত ৩৫৫। ১৩১ জন সুস্থ হলেও এই জেলায় মারা গেছেন চারজন।

এনএইচ/এনপি-২৬