সিলেট মিরর ডেস্ক
জুন ২৫, ২০২০
০৬:১৫ অপরাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২০
০৬:১৫ অপরাহ্ন
সিলেটের প্রখ্যাত আলেম শায়খুল হাদিস আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনী মারা গেছেন। বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে সিলেট নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৮৫ বছর বয়সী এই আলেম ৪ ছেলে, ৬ মেয়েসহ অসংখ্য ছাত্র, ভক্ত ও মুরিদান রেখে গেছেন। তার ছেলে মাওলানা মোহাম্মদ নগরের নয়াসড়ক জামে মসজিদের ইমাম।
জানা গেছে, আল্লামা গলমুকাপনী গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। প্রায়ই তাকে হাসপাতালে ভর্তি করা হতো। তিনি ব্লাড প্রেসার, ডায়াবেটিসসহ অন্যান্য রোগেও ভুগছিলেন।
আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনী ঐতিহ্যবাহী জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপনের মুহতামিম ও শায়খুল হাদিস ছিলেন। এছাড়াও তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন। জমিয়তের প্রতীক খেজুর গাছ নিয়ে ১৯৯৬ সালে সিলেট-২ আসন থেকে নির্বাচনও করেছিলেন তিনি।
আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনী ১৯৪১ সালে সিলেটের বালাগঞ্জ উপজেলার গলমুকাপন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
বিএ-০২