নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২০
০৬:২৬ অপরাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২০
০৬:২৬ অপরাহ্ন
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন হাজার ৭৬৩। এর মধ্যে শুধু সিলেট জেলায় আক্রান্ত ছাড়িয়েছে দুই হাজার। গত ২৪ ঘন্টায় বিভাগে আরও ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে নতুন শনাক্ত হয়েছেন ১৩২ জন। বাকিদের ফলোআপ পরীক্ষায় পজেটিভ আসে। ইতিমধ্যে সংক্রমণ ঠেকাতে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার রেড জোন গুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গত ৫ এপ্রিল প্রথম রোগী শনাক্ত হওয়ার পর আজ পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা তিন হাজার ৭৬৩ । এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪৩ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৯৩৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল পর্যন্ত ৩৭৬৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২০১২ জন, সুনামগঞ্জে ৮৯৫ জন, হবিগঞ্জে ৪৯২ জন ও মৌলভীবাজারে ৩৬৪ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত ২৪৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৮১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৯৬ জন, হবিগঞ্জের হাসপাতালে ৬০ জন ও মৌলভীবাজারে ৬ জন।
সিলেট বিভাগে আজ বুধবার সকাল পর্যন্ত ৯৩৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৩০২ জন, সুনামগঞ্জে ৩০২ জন, হবিগঞ্জে ১৮৮ জন ও মৌলভীবাজারে ১৪৬ জন। গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে সুস্থ হয়েছেন ১২৪ জন।
জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৬০ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪৬ জন, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে পাঁচজন ও হবিগঞ্জে পাঁচজন।
এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘন্টায় ঢাকার ল্যাব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে
নতুন করে সিলেট বিভাগের আরও ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।'
এনএইচ/বিএ-০৩