উপশহর থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


জুন ২৫, ২০২০
০৭:২৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৫, ২০২০
০৭:৫০ পূর্বাহ্ন



উপশহর থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেট নগরের উপশহর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে শাহপরাণ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টার দিকে উপশহর বি ব্লকের ১৮নং রোডের ৩ নম্বর বাসার পাশ থেকে ইফজাল নামের এই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। মৃতের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তিনি একজন কোরআনে হাফেজ ছিলেন বলে জানা যায়। 

সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'নগরের উপশহরে ইফজাল নামের এক যুবকের মরদেহ পড়ে আছে শুনে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করছেন।'

স্থানীয়রা জানান, মৃত যুবক তার বোনের সঙ্গে উপশহরের এই বাসার তিন তলায় থাকতেন। গত রাতে প্রতিদিনের মত পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। পরে আজ সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুজি করতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পিছনের দিকের একটি দরজা খোলা দেখতে পেয়ে সেখানে যান তার পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

এনএইচ/বিএ-০৫