বিশ্বনাথ প্রতিনিধি
জুন ২৫, ২০২০
০৭:৫৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২০
০৭:৫৮ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথে এবার স্ব-পরিবারে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীসহ করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ জনে। আর আক্রান্তের মধ্যে করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৪৬ জন।
বুধবার (২৪ জুন) নতুন আরও ৪ জন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা।
তিনি জানান, বুধবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে বিশ্বনাথে করোনা পজেটিভ হয়েছেন সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের এপিএস, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক সিলেট বাণীর বিশ্বনাথ প্রতিনিধি সাংবাদিক অসিত রঞ্জন দেব (৪০), তার স্ত্রী (২৪), তার ছেলে (৫) এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ব্রাদার (৩৭)।
নতুন করোনা আক্রান্ত ৪ জন গত ১৮ জুন পরীক্ষার জন্য নিজেদের নমুনা দিয়েছিলেন। এদিকে ১৬ জুন স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খান করোনা পজেটিভ হওয়ার পর থেকে নিজ বাসাতেই স্ব-পরিবারে হোম কোয়ারেন্টিনে ছিলেন সাংবাদিক অসিত রঞ্জন দেব।
এমএএস/বিএ-০৬