সিলেট মিরর ডেস্ক
জুন ২৫, ২০২০
১০:৫৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২০
১০:৫৮ পূর্বাহ্ন
সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর দক্ষ চিন্তা ও চেতনার কারণে দেশের মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে সক্ষম হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩ টায় দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর মাদ্রাসায় ইউনিয়নের প্রায় ৯ শতাধিক বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য দেশের মানুষের কল্যাণ করা। তাই সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রকল্পের মাধ্যমে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। বিভিন্ন সময় ভাতা বৃদ্ধির পাশাপাশি নতুন, নতুন লোকদের এর আওতায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে দেশের মানুষের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাচ্ছে।
বর্তমান করোনা ভাইরাস মহামারী সংক্রমণ থেকে দেশের মানুষকে স্বাস্থ্য সুরক্ষিত রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। তিনি স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান।
লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবালের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিদ হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, যুবলীগ নেতা হেলাল আহমদ, ছাত্রনেতা জয়ন্ত গোস্বামী প্রমুখ।
আরসি-০২