বিশ্বনাথ প্রতিনিধি
জুন ২৫, ২০২০
০১:০২ অপরাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২০
০১:০২ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়নের ২৫৬টি কৃষি পরিবারকে ১৪ প্রকার বীজ ও ১ হাজার ৯শ ৩৫ টাকা করে প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রতি ইঞ্চি জায়গা আবাদের আওতায় নিয়ে আসা ও পারিবারিক পুষ্টিকর সবজির বাগান স্থাপনের লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় প্রতি ইউনিয়নে ৩২টি পরিবার হিসেবে পুরো উপজেলায় মোট ২৫৬টি পরিবারকে ১৪ প্রকারের সবজির বীজ এবং জৈব সার, বেড়া তৈরি ও পরিচর্যা বাবদ ১ হাজার ৯শ ৩৫ টাকা চেকের মাধ্যমে পর্যায়ক্রমে প্রদান করা হবে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, কৃষকদের মাঝে উপজেলা পরিষদের অর্থায়নে ব্রি ধান-৫২ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পারিবারিক সবজি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ১৪ প্রকার সবজির বীজ বিতরণ ও চেকের মাধ্যমে ১ হাজার ৯শ ৩৫ টাকা করে কৃষকপ্রতি বিতরণ কার্যক্রম শিগগির উদ্বোধন করা হবে। ইতোমধ্যে উপজেলার ৮টি ইউনিয়নের ২৫৬টি কৃষি পরিবারের তালিকা তৈরি করা হয়েছে।
এমএ/আরআর-০৯