শায়খুল হাদিস গলমুকাপনীর জানাজা সম্পন্ন

ওসমানীনগর প্রতিনিধি


জুন ২৬, ২০২০
০১:৪১ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৬, ২০২০
০১:৪১ পূর্বাহ্ন



শায়খুল হাদিস গলমুকাপনীর জানাজা সম্পন্ন

হাজারও মানুষের অংশগ্রহণে সম্পন্ন হলো সিলেটের প্রবীণ শায়খুল হাদিস জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ'র কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা আবদুস শহীদ শায়খে গলমুকাপনীর জানাজার নামাজ।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) বেলা আড়াইটায় সিলেটের ওসমানীনগরের জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপন মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজার নামাজে ইমামতি করেন তাঁর জ্যেষ্ঠ পুত্র হযরত মাওলানা মুহাম্মদ হোসাইন।

জানাজাপূর্ব আলোচনায় অংশ নেন, আল্লামা মাসউদ আহমদ শায়্খে বাঘা, হযরত মাওলানা রশীদুর রহমান ফারুক বরুনী, হযরত মাওলানা মুখলিছুর রহমান কিয়ামপুরী, নাযিমে এদারা মাওলানা আবদুল বছির, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুনতাসির আলী, সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক আতাউর রহমান কোম্পানীগঞ্জী, জামেয়ার নির্বাহী মুহতামিম মুফতি ওয়াহিদুল ইসলাম তাজপুরী প্রমুখ।

পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারও সাধারণ মানুষের উপস্থিতিতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

সিলেটের প্রবীণ আলেম দারুসসুন্নাহ গলমুকাপন মাদরাসার মুহতামীম মাওলানা শায়খে গলমুকাপনী গতকাল বুধবার (২৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘ কয়েকমাস ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৪ ছেলে ও ৬ মেয়েসহ হাজার হাজার ছাত্র, ভক্ত এবং অসংখ্য মুরিদান রেখে গেছেন।

 

ইউডি/আরআর-১০