স্বাস্থ্যবিধি না মানায় গোয়াইনঘাটে ৭ জনকে জরিমানা

গোয়াইনঘাট প্রতিনিধি


জুন ২৫, ২০২০
০২:১৮ অপরাহ্ন


আপডেট : জুন ২৫, ২০২০
০২:১৮ অপরাহ্ন



স্বাস্থ্যবিধি না মানায় গোয়াইনঘাটে ৭ জনকে জরিমানা

করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাটে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিবের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। 

এ সময় সরকারি বিধি-নিষেধ অমান্য করে মুখে মাস্ক ব্যবহার না করা ও সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি সিএনজিচালিত অটোরিকশার তিন চালক, এক অটোবাইক চালক এবং সরকার নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় দু'টি মুদি দোকান ও একটি কাপড়ের দোকানের মালিকসহ মোট সাতজনকে ৭ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রমজান আলী, গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব জানান, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং মুখে মাস্ক ব্যবহার না করায় ৪ জন চালক এবং সরকার নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় তিনজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে গোয়াইনঘাটের জনগণ যাতে সরকারি বিধি-নিষেধ মেনে চলাফেরা করেন তার জন্য মাঠে কাজ করছে প্রশাসন। কোনো ব্যক্তি সরকারি বিধি-নিষেধ অম্যান্য করে চলাফেরা করলে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে।

 

এমএম/আরআর-১২