নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২০
০৫:৪৮ অপরাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২০
০৫:৪৮ অপরাহ্ন
সিলেট জেলায় গত ২৪ ঘণ্টায় ৮১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৩ জনে দাঁড়ালো।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, আজ ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তরা সিলেট জেলার বাসিন্দা।
নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯১১ জন। এর মধ্যে হবিগঞ্জ জেলায় ৫২২ জন, সুনামগঞ্জে ৮৯৫ জন ও মৌলভীবাজারে ৩৮৬ জন রয়েছেন।
এ পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৯৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩০২ জন, সুনামগঞ্জে ৩০২ জন, হবিগঞ্জে ১৮৮ জন ও মৌলভীবাজারে ১৪৬ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৬০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৬ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ৪ জন।
এনসি/এনপি-১৮