নিজস্ব প্রতিবেদক
জুন ২৬, ২০২০
০৭:২৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৬, ২০২০
০২:১৯ অপরাহ্ন
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় চার হাজার। স্বাস্থ্যবিধি না মানায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘন্টায় বিভাগে আরও ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে নতুন শনাক্ত হয়েছেন ১৪৭ জন। একজনের ফলোআপ পরীক্ষায় পজেটিভ আসে। গত ৫ এপ্রিল প্রথম রোগী শনাক্ত হওয়ার পর আজ শুক্রবার (২৬ জুন) সকাল পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা তিন হাজার ৯১০ । এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫৩ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৯৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ শুক্রবার সকাল পর্যন্ত ৩৯১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২০৯২ জন, সুনামগঞ্জে ৯১০ জন, হবিগঞ্জে ৫২২ জন ও মৌলভীবাজারে ৩৮৬ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত ২৫৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৮৪ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১০০ জন, হবিগঞ্জের হাসপাতালে ৬৩ জন ও মৌলভীবাজারে ৬ জন।
সিলেট বিভাগে আজ শুক্রবার সকাল পর্যন্ত ৯৭০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৩১০ জন, সুনামগঞ্জে ৩২২ জন, হবিগঞ্জে ১৮৮ জন ও মৌলভীবাজারে ১৫০ জন। গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে সুস্থ হয়েছেন ৩২ জন।
জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৬৩ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪৮ জন, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে পাঁচজন ও হবিগঞ্জে ছয়জন। গত ২৪ ঘন্টায় সিলেট জেলার দুইজন এবং হবিগঞ্জের একজনের মৃত্যু হয়েছে।
এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, ' গত ২৪ ঘন্টায় ঢাকার ল্যাব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে
নতুন করে সিলেট বিভাগের আরও ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে সিলেটের দুইজন এবং হবিগঞ্জের একজনের মৃত্যু হয়েছে। '
এনএইচ/বিএ-০৮