গোলাপগঞ্জ প্রতিনিধি
জুন ২৬, ২০২০
০৯:১১ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৬, ২০২০
০৯:১১ পূর্বাহ্ন
গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদরুল হকসহ নতুন করে আরও ৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ১ বছরের এক শিশু রয়েছে। তবে তাদের মধ্যে একজন রানাপিং চৌঘরি গ্রামের শফিকুল ইসলাম মারা গেছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শাহিনুর ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই ৯ জনের নমুনা গত ১৭ ও ১৮ জুন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। আজ তাদের রিপোর্ট পজেটিভ এসেছে।
আক্রান্তরা হলেন, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (৬৬), চৌঘরি গ্রামের একজন (৭৫), ভাদেশ্বরের এক নারী (৬৪), হাসপাতালের এফডব্লিউসি(২৬), ঢাকাদক্ষিণের একজন(৭০), ভাদেশ্বর পূর্বভাগের একজন(৫০), রনকেলী গ্রামের এক নারী(২৯), ভাদেশ্বরের একজন(৭৮) এবং একই বাড়ির ১ বছর ২ মাসের শিশু। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দঁড়িয়েছে ১১৫ জনে।
এফএম/বিএ-১২