কোম্পানীগঞ্জে আরও ৪ ব্যক্তি করোনায় আক্রান্ত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


জুন ২৬, ২০২০
১০:২৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৬, ২০২০
১০:২৫ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে আরও ৪ ব্যক্তি করোনায় আক্রান্ত

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে কোম্পানীগঞ্জের আরও ৪ ব্যাক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২ জন ব্যাক্তি সিলেট জেলা শহরে ও ২ জন কোম্পানীগঞ্জে বসবাস করছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুম বিল্লাহ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা সন্দেহে ৪ জনের মধ্যে উপজেলার বিলাজুর ও টুকের বাজার গ্রামের আক্রান্ত ব্যক্তির জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও এমএজি ওসমানী মেডিকেল কলেজে এবং থানা বাজার ও ইসলামপুর গ্রামের আক্রান্ত ব্যক্তির নমুনা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত ২০ জুন সংগ্রহ করা হয়েছিল।

উল্লেখ্য, এর আগে কোম্পানীগঞ্জে আরও ৬ জন করোনা আক্রান্ত হলেও বর্তমানে সবাই করোনা জয় করে সুস্থ রয়েছেন।

 

কেএ/আরসি-০৩