মুক্তিযোদ্ধা অমরেন্দ্র কুমার দাস আর নেই

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ২৬, ২০২০
১১:৫৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৬, ২০২০
১১:৫৭ পূর্বাহ্ন



মুক্তিযোদ্ধা অমরেন্দ্র কুমার দাস আর নেই

সিলেটের গোলাপগঞ্জের মুক্তিযোদ্ধা অমরেন্দ্র কুমার দাস আর নেই । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

শুক্রবার (২৬ জনি) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তিনি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামের বাসিন্দা।

জানা যায়, তিনি দীর্ঘ দিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। একাত্তরের স্বাধীনতা যুদ্ধে দেশ মাতৃকার ডাকে অংশগ্রহণ করে ৪ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। স্বাধীনতা পরবর্তীকালে তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক  কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন এ বীর সন্তান। নাট‍্য ব‍্যাক্তিত্ব হিসাবে তার রয়েছে বেশ খ‍্যাতি। এছাড়া তিনি দীর্ঘদিন ঢাকাদক্ষিণ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এফএম/বিএ-১৫