গোলাপগঞ্জ প্রতিনিধি
জুন ২৬, ২০২০
০১:৩৪ অপরাহ্ন
আপডেট : জুন ২৬, ২০২০
০১:৩৪ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে শফিকুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর তিনদিন পর জানা গেছে তিনি করোনা পজেটিভ ছিলেন।
আজ শুক্রবার (২৬ জুন) দুপরে তার করোনা পরীক্ষার রিপোর্ট আসে । তিনি সদর ইউনিয়নের চৌঘরী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গত মঙ্গলবার (২৩ জুন) সিলেট নগরের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।ওইদিন সন্ধ্যায় জানাজার নামাজ শেষে সিলেটের মানিকপীর কবরস্থাননে তাকে সমাহিত করা হয়।
আজ শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শাহিনুর ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১৯ জুন সিলেট নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে বৃদ্ধের নমুনা জমা দেওয়া হয়। আজ শুক্রবার তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
এদিকে, আজ নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (৬৬), ভাদেশ্বরের এক নারী (৬৪), হাসপাতালের এফডব্লিউসি (২৬), ঢাকাদক্ষিণ ইউনিয়নের একজন (৭০), ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগের একজন (৫০), পৌরসভার রনকেলী গ্রামের এক নারী (২৯), ভাদেশ্বরের একজন (৭৮) এবং একই বাড়ির ১ বছর ২ মাসের শিশু। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দঁড়িয়েছে ১১৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৭ জন। ৪ জন মারা গেছেন।
এফএম/এনপি-০৪