গোয়াইনঘাটে ফের বন্যা

মিনহাজ মির্জা, গোয়াইনঘাট


জুন ২৬, ২০২০
০১:৪৪ অপরাহ্ন


আপডেট : জুন ২৬, ২০২০
০১:৪৭ অপরাহ্ন



গোয়াইনঘাটে ফের বন্যা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গত কয়েকদিনের টানা বর্ষণ আর পাহাড়ী ঢলের কারণে আবারও বন্যা দেখা দিয়েছে। গত মঙ্গলবার থেকে ভারি বর্ষণ হওয়ায় ঢলের পানি বেড়ে গিয়ে গোয়াইনঘাটের সিংহভাগ অঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার নদ-নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় রাস্তা ভেঙ্গে গিয়ে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

অবিরাম বৃষ্টিতে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় দেখা দিয়েছে চরম বিপর্যয়। তবে পানি হু হু করে বাড়লেও এখন পর্যন্ত গোয়াইনঘাটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি ঢলের পানি জাফলং এলাকার পিয়াইন নদ ও ডাউকি দিয়ে এলাকায় ঢুকছে। এতে পূর্ব জাফলং, আলীরগাঁও, রুস্তমপুর, লেঙ্গুড়া, তোয়াকুল, নন্দীরগাঁও ও পশ্চিম জাফলং ইউনিয়নের শতাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। উপজেলার সদরের সঙ্গে জেলা শহরে যাতায়াতের দুটি সড়ক সারী-গোয়াইন ও সালুটিকর-গোয়াইনঘাট সড়ক প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোয়াইনঘাট উপজেলা যাতায়াতের প্রধান দুই সড়কে পানি ওঠে। পানি বাড়তে থাকায় দুপুরের পর থেকে এসব সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোয়াইনঘাটে এবারের বর্ষা মৌসুমের শুরুতে এক দফা এবং গত এপ্রিল মাসের মাঝামাঝি আরেক দফা বন্যাকবলিত হয়। গত মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টি হওয়ায় সকাল থেকে জাফলংয়ের পিয়াইন নদ ও ডাউকি নদ দিয়ে সীমান্তের ওপার থেকে পাহাড়ি ঢল নামা শুরু হয়। শুক্রবার সকালের দিকে জৈন্তাপুরের সারী এলাকায় সারী নদীর পানি বেড়ে বাঘের সড়কের মুখ প্লাবিত হয়ে পড়ে। দুপুর ১২টার দিকে ওই সড়কের অন্তত ছয়টি স্থানে পানি উঠেছে। এতে সড়ক দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না।

বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে সৃষ্ট বন্যায় উপজেলার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এভাবে বৃষ্টি বাড়তে থাকলে পুরো উপজেলা বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে গোয়াইন এবং সারী নদের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলাবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সবকটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহয়তা প্রদানে উপজেলা প্রশাসন প্রস্তুতি নিচ্ছে।

এমএম/এনপি-০৫