কালও বৃষ্টি হতে পারে সিলেটে

নিজস্ব প্রতিবেদক


জুন ২৬, ২০২০
০১:৫৩ অপরাহ্ন


আপডেট : জুন ২৬, ২০২০
০২:১৩ অপরাহ্ন



কালও বৃষ্টি হতে পারে সিলেটে

সিলেটে আজ শুক্রবার (২৬ জুন) ভোর রাত থেকেই মাঝারি বৃষ্টি শুরু হয়। সারাদিন সিলেট জেলায় ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল শনিবারও সারাদিন মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সারাদিন সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ২৭.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর আজ শুক্রবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৭ মিমিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল শনিবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সিলেট মিররকে বলেন, ‘আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখন প্রতিদিন বৃষ্টি হবে।

আগামীকালও এরকম বৃষ্টিপাত অব্যাহত থাকবে।'  তিনি আরও বলেন, আগামী মাসের প্রথম তিনদিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। '

এনএইচ/এনপি-০৬