সিলেট মিরর ডেস্ক
জুন ২৭, ২০২০
০৫:১৫ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৭, ২০২০
০৫:১৫ পূর্বাহ্ন
দৈনিক সবুজ সিলেট পত্রিকা ও সিলেট প্রতিদিন টোয়েন্টিফোর ডটকমের ফটো সাংবাদিক আজমল আলীর বড় ভাই সিলেট জেলা ট্রাক মালিক সমবায় সমিতির সদস্য আব্দুল হান্নান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজমল আলী নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আজ শুক্রবার (২৬ জুন) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। মারা যাওয়ার সময় বয়স হয়েছিল ৬০ বছর। ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণিগ্রাহী রেখে গেছেন তিনি। মরহুমের জানাজার নামাজ আগামীকাল বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।
এনপি-১৯