লালবাজার থেকে তিন জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক


জুন ২৬, ২০২০
০৫:৩৯ অপরাহ্ন


আপডেট : জুন ২৭, ২০২০
০৫:৫৫ পূর্বাহ্ন



লালবাজার থেকে তিন জুয়াড়ি আটক

লালবাজারের একটি হোটেল থেকে তিন জুয়াড়িকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাত ১০টার দিকে লালবাজারের হোটেল মাহমদ মঞ্জিল থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা। তবে এসময় আটককৃতদের পরিচয় জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই হোটেলের একটি কক্ষ মাসিক ভাড়া নিয়ে একটি চক্র সেখানে নিয়মিত জুয়ার আসর বসাতো। স্থানীয়রা টের পেয়ে হোটেল মালিক  মো. মিজানের সহযোগিতায় তারা এই তিনজনকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ লালবাজারের হোটেল মাহমদ মঞ্জিলের ওই কক্ষ থেকে তাদের আটক করে কোতয়ালী থানা পুলিশ। 

সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা জানান, আটক তিন জুয়াড়িকে রবিবার কোর্টে প্রেরণ করা হবে।

বিএ-১৭