সিলেট মিরর ডেস্ক
জুন ২৮, ২০২০
১২:১০ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৮, ২০২০
০১:২৪ পূর্বাহ্ন
সিলেট নগরের শিবগঞ্জ সেনপাড়ার বাসিন্দা প্রবীণ সমাজসেবক সুধীর রঞ্জন সেন সুবোধ (৯০) মারা গেছেন। আজ শনিবার (২৭ জুন) সকাল ১১ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শনিবার বিকেল ৪ টায় চালিবন্দর মহা শ্মশানে সুধীর রঞ্জন সেনের শেষকৃত্য সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে সুদীপ রঞ্জন সেন বাপ্পু একজন রাজনৈতিক সংগঠক ও সমাজকর্মী।
এদিকে সমাজসেবক সুধীর রঞ্জন সেন সুবোধের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় তারা বলেন, সুবোধ সেন ছিলেন সিলেটের প্রবীণ একজন সমাজকর্মী। যে কোনো আচার অনুষ্ঠানে অভিভাবক হিসেবে পাশে পেয়েছি। তিনি জাগ্রত সংঘ পূজা কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন পরম অভিভাবক হারালাম। এই শূণ্যতা কখনও পূরণ হবার নয়।
সুবোধ সেনের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কৃপেশ পাল, সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর শাখার সভাপতি সুব্রত দেব।
আরসি-০৪