করোনামুক্ত হলেন গোলাপগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ২৮, ২০২০
০১:০৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৮, ২০২০
০১:০৫ পূর্বাহ্ন



করোনামুক্ত হলেন গোলাপগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা

ডা. মনিসর চৌধুরী

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। আজ শনিবার (২৭ জুন) তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

এর আগে গত ১৩ জুন তিনি করোনায় আক্রান্ত হন। এর পর থেকে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। গত ২১ জুন তার ফলোআপ নমুনা নেওয়া হয়। আজ তার ফল নেগেটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি জানান, তিনি বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন। সকলের দোয়ায় তিনি সুস্থ হয়ে উঠেছেন। তিনি সকলের সুস্থ্যতা কামনা করেন এবং সকলকে সচেতনতা অবলম্বনের অনুরোধ জানান।

 

এমএম/আরআর-০৮