শাবির ল্যাবে শনাক্ত ৪১

নিজস্ব প্রতিবেদক


জুন ২৮, ২০২০
০২:৫৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৮, ২০২০
০৫:০৪ পূর্বাহ্ন



শাবির ল্যাবে শনাক্ত ৪১

সিলেট ও সুনামগঞ্জ জেলার ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আজ শনিবার (২৭ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। 

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে ৩২ জন সুনামগঞ্জ জেলার ও ৯ জন সিলেট জেলার বাসিন্দা।

একই দিন ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে সিলেট জেলার ১০৭ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে এ পর্যন্ত সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ২ হাজার ২৯৬ জনকে এবং সুনামগঞ্জে ৯৫৯ জনকে শনাক্ত করা হলো। সিলেট বিভাগে এ পর্যন্ত শনাক্ত করা হয়েছে ৪ হাজার ২০৬ জনকে। হবিগঞ্জে শনাক্ত করা হয়েছে ৫৩৭ জনকে এবং মৌলভীবাজারে ৪১৪ জনকে।  

এনসি/এনপি-০৪