নিজস্ব প্রতিবেদক
জুন ২৭, ২০২০
০৪:১২ অপরাহ্ন
আপডেট : জুন ২৭, ২০২০
০৮:৩১ অপরাহ্ন
সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ১০৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার (২৭ জুন) তাদের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তরা সিলেট জেলার বাসিন্দা। একই দিন শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট জেলার ৯ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৯৬ জনে দাঁড়ালো।
ওসমানীর ল্যাবে শনাক্তদের মধ্যে বিয়ানীবাজারের ২৬ জন, বিশ্বনাথের ৮ জন, গোয়াইনঘাটের ২ জন, বালাগঞ্জের ৩ জন, গোলাপগঞ্জের ২ জন, জকিগঞ্জের ১ জন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৯ জন রয়েছেন। বাকি সবাই সিলেট নগর ও সিলেট সদর উপজেলার বাসিন্দা। নতুন শনাক্তদের মধ্যে তিনজন চিকিৎসকও রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে জানান, আজ ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৬ নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১০৭ জনের করোনা শনাক্ত হয়।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৪ হাজার ২০৬ জন। এর মধ্যে হবিগঞ্জ জেলায় ৫৩৭ জন, সুনামগঞ্জে ৯৫৯ জন ও মৌলভীবাজারের ৪১৪ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৯৮০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩১৩ জন, সুনামগঞ্জে ৩২২ জন, হবিগঞ্জে ১৮৮ জন ও মৌলভীবাজারে ১৫৭ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৬৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫২ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে ৪ জন।