বিয়ানীবাজার প্রতিনিধি
জুন ২৭, ২০২০
০৬:২৪ অপরাহ্ন
আপডেট : জুন ২৭, ২০২০
০৬:২৪ অপরাহ্ন
বিয়ানীবাজারে একদিনে ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সংখ্যা।
শনিবার (২৭ জুন) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার প্রকাশিত প্রতিবেদনে এ ফলাফল এসেছে। এ নিয়ে বিয়ানীবাজারে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ জনে। আর সুস্থ হয়েছেন ১৭ জন। মারা গেছেন ৩ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তের মধ্যে মোল্লাপুরের ৮জন, শেওলার ৩ জন, খাসার ৫ জন, মাথিউরার ২ জন, সুপাতলার ২ জন, চারখাইয়ের ১ জন, কসবার ১ জন, তিলপাড়ার ১ জন, বৈরাগীবাজারের ১ জন, শ্রীধরার ১জন এবং উপজেলা তথ্যসেবা কেন্দ্রের ১ জন রয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, শনিবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার প্রকাশিত প্রতিবেদনে ২৬টি পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে নতুন করে ২৪জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া পুরাতন দুই রোগীর দ্বিতীয় স্যাম্পলের রিপোর্ট পজেটিভ এসেছে।
ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী আরও বলেন, নতুন আক্রান্ত এসব রোগীর বর্তমান বাসস্থান লকডাউন করার পাশাপাশি তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
পিএ/বিএ-০২