নিজস্ব প্রতিবেদক
জুন ২৭, ২০২০
০৮:৩০ অপরাহ্ন
আপডেট : জুন ২৭, ২০২০
০৮:৩০ অপরাহ্ন
সিলেট ও সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ১১৬ জন এবং সুনামগঞ্জ জেলায় ৩২ জন রয়েছেন।
শনিবার (২৭ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে সিলেট মিররকে জানান, ওসমানীর ল্যাবে শনিবার ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার বাসিন্দা বেশি।
ওসমানীর ল্যাবে শনাক্তদের মধ্যে বিয়ানীবাজারের ২৬ জন, বিশ্বনাথের ৮ জন, গোয়াইনঘাটের ২ জন, বালাগঞ্জের ৩ জন, গোলাপগঞ্জের ২ জন, জকিগঞ্জের ১ জন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৯ জন রয়েছেন। বাকি সবাই সিলেট নগর ও সিলেট সদর উপজেলার বাসিন্দা। নতুন শনাক্তদের মধ্যে তিনজন চিকিৎসকও রয়েছেন।
এছাড়া সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সিলেট জেলার আরও ৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।
এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২হাজার ২শ ৯৬ জনে। আর মারা গেছেন ৫২ জন।
এছাড়া শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার আরও ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৪১টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ৩২ জন সুনামগঞ্জ জেলার ও ৯ জন সিলেট জেলার বাসিন্দা। নতুন ৩২ জন নিয়ে সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ল ৯৫৯ জনে।
উল্লেখ্য, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে ৪ হাজার ৫৮ জন। রাতে নতুন ১৪৮ জন মিলে রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ২০৬ জন।
বিএ-০৫