বিশ্বনাথ প্রতিনিধি
জুন ২৮, ২০২০
০৬:৫২ অপরাহ্ন
আপডেট : জুন ২৮, ২০২০
০৭:১২ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে মৃত্যুর ৫দিন পর এক নারীর করোনা পজেটিভ এসেছে। তিনি উপজেলার অলংকারি ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা। শনিবার (২৭ জুন) রাতে ওসমানী হাসপাতালের ল্যাবে ওই নারীর করোনা পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা।
সূত্র জানায়, ওই নারী গত ১৮ জুন করোনা উপসর্গ নিয়ে সিলেট নগরের নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ভর্তি হন। পরদিন ১৯ জুন তাঁর নমুনা সংগ্রহ করা হয়। গত ২২ জুন তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর ৫দিন পর (২৭ জুন) শনিবার রাতে তার করোনা রির্পোট পজেটিভ এসেছে।
এমএএস/বিএ-০৭