বিশ্বনাথ প্রতিনিধি
জুন ২৮, ২০২০
০৭:১৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৮, ২০২০
০৭:১৯ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ব্যাংক ও প্রাণীসম্পদকর্মকর্তাসহ নতুন করে আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাতে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের ল্যাবের রিপোর্টে তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা।
সূত্র জানায়, গত ২২ জুন নমুনা দেন তারা। করোনায় আক্রান্তরা হলেন বিশ্বনাথ সোনালী ব্যাংকের এক কর্মকর্তা (৩৫), পুবালী ব্যাংকের এক কর্মকর্তা (৪১), উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের এক কর্মকর্তা (৩৫), উপজেলার দৌলতপুর ইউনিয়নের চড়চন্ডি গ্রামের এক যুবক (২৮), রামকৃষ্ণপুর গ্রামের গ্রামের এক যুবক (২৪), অলংকারী ইউনিয়নের রামপুর গ্রামের এক নারী (৬০)।
এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৬ জনে। আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪৬ জন এবং মারা গেঝেন ৩ জন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, নতুন করে আরও ৬জনের কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট আমরা শনিবার রাতে পেয়েছি। এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৮৬ জনের। এ থেকে সুস্থ হয়েছেন ৪৬জন।
এমএএস/বিএ-০৯