নিজস্ব প্রতিবেদক
জুন ২৮, ২০২০
০৭:৩৪ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৮, ২০২০
০৭:৩৪ পূর্বাহ্ন
সিলেট বিভাগে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই শনাক্ত হচ্ছে শতাধিক করোনা আক্রান্ত রোগী। বাড়ছে মৃত্যু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ রবিবার (২৮ জুন) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৪ হাজার ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ২ হাজার ২৫০ জন, সুনামগঞ্জে ৯৫০ জন, হবিগঞ্জে ৫৩৮ জন ও মৌলভীবাজারে ৪১৪ জন।
জানা গেছে, সিলেট বিভাগে রবিবার সকাল পর্যন্ত ৭০ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৫৫ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে ৪ জন।
সিলেটে বিভাগে ১ হাজার ৮৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৩৪৫ জন, সুনামগঞ্জে ৩৭৪ জন, হবিগঞ্জে ১৯১ জন ও মৌলভীবাজারে ১৭৩ জন।
সিলেটে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৭০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সিলেট জেলায় ১০১ জন, সুনামগঞ্জে ১শ জন, হবিগঞ্জ ৬৩ জন ও মৌলভীবাজারে ৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, গতকাল শনিবার সিলেট নতুন করে আরও ৯৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আর মারা গেছেন ৩ জন।
এনসি/বিএ-১০