নিজস্ব প্রতিবেদক
জুন ২৮, ২০২০
০৮:৫৯ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৮, ২০২০
০১:০৬ অপরাহ্ন
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল হক আকন্দ।
রবিবার (২৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে শীলঘাটস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
তিনি গত কয়েকদিন আগে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে সিলেট নর্থ ইস্ট মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। নর্থ ইস্ট হাসপাতালে থাকা অবস্থায় তার করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে শুক্রবার (২৬ জুন) তার রিপোর্ট পজিটিভ আসে।
এ নিয়ে গোলাপগঞ্জে করোনায় মারা গেছেন মোট ৪ জন। মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১১৪ জন। আর সুস্থ হয়েছেন ৫৫ জন।
বিএ-১৫