মেজরটিলায় তল্লাশিতে নিষিদ্ধ বিড়িসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক


জুন ২৮, ২০২০
১১:২০ অপরাহ্ন


আপডেট : জুন ২৮, ২০২০
১১:৪৮ অপরাহ্ন



মেজরটিলায় তল্লাশিতে নিষিদ্ধ বিড়িসহ আটক ১

সিলেটের মেজরটিলা এলাকায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৮২ হাজার টাকা মূল্যে নিষিদ্ধ শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করে পুলিশ। এসময় চালক রহমত উল্লাহ (২২) আটক করা হয়।

গতকাল শনিবার রাত ১০ টায় শাহপরাণ থানা পুলিশ এই তল্লাশি চালায়।

আজ রবিবার (২৮ জুন) সিলেট মহানগর পুলিশের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট-তামাবিল মহাসড়কের প্যারাগন টাওয়ারের সামনে একটি নম্বর বিহীন পিকআপ থেকে ৪১ হাজার টাকা সমমূল্যের দুই কার্টন শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়। আটক হওয়া গাড়ি চালক প্রাথমিক জিজ্ঞাসাবাদে এগুলো ভারত থেকে আনা হয়েছে বলে স্বীকার করেছে। 

এই বিষয়ে শাহপরাণ থানায় একটি মামলা (মামলা নম্বর-৭) দায়ের হয়েছে। আদালতের নির্দেশে আটক পিকআপ চালককে কারাগারে পাঠানো হয়েছে।

আরসি-০২