গোলাপগঞ্জ প্রতিনিধি
জুন ২৮, ২০২০
১১:৩৫ অপরাহ্ন
আপডেট : জুন ২৮, ২০২০
১১:৩৫ অপরাহ্ন
বদরুল হক
সিলেটের গোলাপগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বদরুল হকের দাফন সম্পন্ন হয়েছে।
আজ রবিবার (২৮ জুন) বেলা ২টায় উপজেলার আমুড়া ইউনিয়নের শিলঘাট গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে।
এর আগে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি অনুযায়ী মরহুমের জানাজার নামাজ আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।
উল্লেখ্য, গত শুক্রবার (২৬ জুন) বদরুল হকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। আজ রবিবার ভোর সাড়ে ৫টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এফএম/আরআর-০৪