গোলাপগঞ্জ প্রতিনিধি
জুন ২৮, ২০২০
০৭:২২ অপরাহ্ন
আপডেট : জুন ২৮, ২০২০
০৭:২২ অপরাহ্ন
গোলাপগঞ্জে নতুন করে আরও ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছের। রবিবার (২৮ জুন) রাত সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এই ৪ জনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল । রবিবার রাতে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্ত ৪ জন হলেন, পৌরসভার ঘোষগাও গ্রামের একজন (৬২), গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ(৩৫), ভাদেশ্বর ইউপির একজন(৩০), পৌরসভার কদমতলী গ্রামের একজন (৫০)। তিনি পল্লিবিদ্যুৎ অফিসে চাকুরী করেন।
এফএম/বিএ-০৬