নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২০
০৭:৩১ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৯, ২০২০
০৭:৩১ পূর্বাহ্ন
করোনা আক্রান্ত হয়ে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে শামসুল হুদা নামে মৌলভীবাজারের একজনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২৮ জুন) রাত সাড়ে এগারোটায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. নাজমুল ইসলাম।
তিনি সিলেট মিররকে বলেন, 'গতকাল রাত সাড়ে এগারোটায় হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে শামসুল হুদা নামে মৌলভীবাজারের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি গতকাল রাত আটটায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন।'
এনএইচ/বিএ-১২