সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল হক আকন্দের মৃত্যুতে ফয়সল চৌধুরীর শোক

সিলেট মিরর ডেস্ক


জুন ২৯, ২০২০
০৭:৫৩ অপরাহ্ন


আপডেট : জুন ২৯, ২০২০
০৭:৫৩ অপরাহ্ন



সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল হক আকন্দের মৃত্যুতে ফয়সল চৌধুরীর শোক

গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম‌্যান ও ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি বদরুল হক আকন্দের মৃ্ত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। 

আজ সোমবার  (২৯ জুন) এক শোকবার্তায় তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি বলেন, ‘মরহুম বদরুল হক আকন্দ মানবসেবায় নিবেদিতপ্রাণ ছিলেন। নিজের দায়িত্বকালে তিনি এলাকার উন্নয়নেও অত্যন্ত আন্তরিক ছিলেন। আমৃত্যু তিনি জনগণের পাশে থেকেছেন। তাঁর মৃত্যুতে ইউনিয়নবাসী তথা গোলাপগঞ্জ উপজেলার অপূরণীয় ক্ষতি হয়েছে।’

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

 

এএফ/০৬