ওসমানীনগর প্রতিনিধি
জুন ২৯, ২০২০
০৮:০৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ২৯, ২০২০
০৮:০৩ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে ব্র্যাক স্কুলের এক শিক্ষিকা করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার (২৮ জুন) রাতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এই শিক্ষিকার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রদান ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্ত শিক্ষিকা হচ্ছেন উপজেলার তাজপুর ইউনিয়নের লালকৈলাশ গ্রামের বাসিন্দা। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আক্রান্ত শিক্ষিকা গত ২৪ জুন থেকে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে সিলেটের পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকেই তিনি ওসমানী হাসপাতাল পিসিআর ল্যাবে ২৫ জুন নমুনা প্রদান করেন।
নতুন করে আক্রান্ত হওয়া ১ জনকে নিয়ে ওসমানীনগরে এ পর্যন্ত মোট ৩৮ জনের করোনা শনাক্ত হলো। এরমধ্যে ২ জন ইতোমধ্যে মারা গেছেন।
ইউডি/বিএ-১৩