ডিজিটাল মেলা শুরু, প্রদর্শিত হচ্ছে সিলেটের ই-সেবা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক


জুন ২৯, ২০২০
১২:১৬ অপরাহ্ন


আপডেট : জুন ২৯, ২০২০
০১:২৪ অপরাহ্ন



ডিজিটাল মেলা শুরু, প্রদর্শিত হচ্ছে সিলেটের ই-সেবা কার্যক্রম

অনলাইনে শুরু হয়েছে ‘ডিজিটাল মেলা’। আজ সোমবার (২৯ জুন) সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনসাধারণকে অবহিত করার লক্ষ্যে ২০১০ সাল থেকে প্রতি বছর ডিজিটাল মেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে এ বছর করোনা পরিস্থিতি বিবেচনায় অনলাইন প্লাটফর্মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও এটুআই এর যৌথ আয়োজনে এবং জেলা প্রশাসন এর সহযোগিতায় অনলাইন ডিজিটাল মেলা ২০২০ অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তরা zoom application এর মাধ্যমে সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মুজিব বর্ষ ২০২০ উদ্যাপন উপলক্ষ্যে ছয় দফা হতে স্বাধীনতা ভিত্তিক অডিও ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন এটুআই এর পলিসি অ্যাডভাইজর আমীর চৌধুরী এবং ঢাকার বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ।

এ মেলার কার্যক্রম মূলত জেলার ওয়েবসাইটের সাথে একটি মেন্যুবার-এর সমন্বয়ে এবং অনলাইন মেলার লিংক সম্বলিত একটি মূল পেইজ তথ্য বাতায়ন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে দৃশ্যমান থাকবে । জেলা পর্যায়ের সকল সরকারি অফিসের বিভিন্ন ডিজিটাল কার্যক্রমের টেক্সট, প্রেজেন্টেশন, ছবি, ভিডিও এবং প্রয়োজনীয় তথ্য এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকগণ জানতে পারবেন । 

সিলেট জেলার ওয়েবপোর্টাল www.sylhet.gov.bd ভিজিট করলে মূল মেন্যুবারে "ডিজিটাল মেলা ২০২০" নামে একটি সাব-মেন্যুবার প্রদর্শিত হবে। এখানে ক্লিক করলেই অনলাইন প্ল্যাটফর্মের 'ডিজিটাল মেলা ২০২০'-এর প্যাভিলিয়ন দৃশ্যমান হবে। এবারের মেলায় ৭টি বিষয়ভিত্তিক প্যাভিলিয়নে সিলেট জেলার বিভিন্ন ই-সেবা কার্যক্রমকে অনলাইন প্রদর্শন করা হবে। 

প্যাভিলিয়ন ০১: মুজিব কর্নার । এই প্যাভেলিয়নে মুজিববর্ষ উদযাপনে সিলেট জেলার কর্মপরিকল্পনা, মুজিববর্ষ সমন্বয় সেল সিলেট এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমগ্র জীবনের বিভিন্ন সময়ের তথ্যাদি, ছবি, ভিডিও উপস্থাপিত হবে।

প্যাভিলিয়ন ০২: এই প্যাভেলিয়নে "ই-সেবা" সংক্রান্ত সাতটি ট্যাব আছে যেখানে প্রবেশ করে নাগরিকবৃন্দ জেলা পর্যায়ে চলমান ই-সেবা কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন। তন্মধ্যে জেলা প্রশাসনের ডিজিটাল রেকর্ডরুম, ই-সেবা কেন্দ্র, ই-মোবাইল কোর্ট, কৃষি সম্পদ অধিদপ্তরের কৃষি বাতায়ন, কৃষকের জানালা, কৃষকের ডিজিটাল ঠিকানা, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালসম‚ হে টেলিমেডিসিন সেবা, ডিজিটাল ভূমি সেবার অংশে ই-মিউটেশন ও ই-পর্চা নির্দেশিকা, সামাজিক নিরপত্তা কর্মসূচির আওতায় সুবিধীভোগীদের অনলাইনে ভাতা প্রাপ্তি, পাসপোর্ট অফিসের ডিজিটাল সেবা সর্ম্পকিত তথ্য, এসএমএস/ বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান, বিআরটিএ লাইসেন্স পাওয়ার আবেদন, এসএমপির ট্রাফিক শাখার ই-পেমেন্ট সেবা এবং ডিজিটাল সিলেট সিটি সম্পর্কে তথ্যাদি সংযুক্ত আছে। 

প্যাভিলিয়ন ০৩: এই প্যাভেলিয়ন "ডিজিটাল সেন্টার এবং পোস্ট ই-সেন্টার।"-এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার প্রক্রিয়াকে উপস্থাপন করা হয়েছে। এ সেবার মধ্যে রয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা একসেবা পোর্টাল, ঘরে বসে ব্যাংকিং সুবিধা (এজেন্ট ব্যাংকিং), ই-কমার্স সেবা এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রাপ্ত অন্যান্য সকল সেবার তথ্যাদি।  

প্যাভিলিয়ন ০৪: কোভিড ১৯ প্যাভেলিয়নে কোভিড ১৯ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা, কোভিড-১৯ ট্রেকার, করোনা ট্রেসার বিডি এ্যাপসহ করোনা পোর্টাল ইত্যাদি বিষয়ে সন্নিবেশিত করে এই প্যাভিলিয়ন সাজানো হয়েছে। 

প্যাভিলিয়ন ০৫: এই প্যাভেলিয়নে জেলা পর্যায়ে বিভিন্ন উদ্যোগ এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন স্টার্টআপ ও তরুণ উদ্ভাবকদের উদ্যোগ প্রদর্শন করা হয়েছে। এ জেলার সকল পাইলটকৃত উদ্ভাবনী প্রকল্পসমূহ, অনলাইন শপিং স্টার্টআপ, এসএমপির ট্রাফিক বিভাগের ট্রাফিক এডুকেশন নেটওয়ার্কসহ অন্যান্য উদ্যোগ তুলে ধরা হয়েছে।  

প্যাভিলিয়ন ০৬ : এই প্যাভেলিয়নে শিক্ষা ও কর্মসংস্থান সংক্রান্ত দুইটি বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি থাকবে। যেখানে প্রবেশ করে নাগরিকবৃন্দ সিলেট এমসি কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কতৃক অনলাইন ক্লাস, জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক অনলাইন প্রশিক্ষণ, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কার্যক্রম ছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট এর ডিজিটাল কার্যক্রম এবং অনলাইনে প্রশিক্ষণ সম্পর্কে জানতে পারবেন।

প্যাভিলিয়ন ০৭ : এই প্যাভেলিয়নে সিলেট জেলার ‘জেলা ব্র্যান্ডিং’ সম্পর্কিত তথ্য ও প্রকাশনা প্রদর্শন করা হয়েছে।

এনসি/বিএ-২০